নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেরিট লিস্ট আগামী ১৮ অথবা ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এর আগে প্রথম মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া শেষ করা হবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্নাতক ভর্তি পরিচালনা মূল কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি শেষ করা হবে। এবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বরের পর রিলিজ স্লিপের বিষয়টি আসবে।
ড. মো. নাসির উদ্দিন আরও জানান, আমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর (শনিবার) অথবা ১৯ সেপ্টেম্বর (রোববার)। এই বিষয়ে এখনো নোটিশ জারি করা হয়নি। শিগগিরই নোটিশের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়া হবে।
Discussion about this post