নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ২০২০ – ২০২১ শিক্ষাবর্ষের বিএসসি ইন ফিজিওথেরাপি বিভাগের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা কমিটি চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মৌল্লাহ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের বিএসসি ইন-ফিজিওথেরাপি কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ছাত্র/ছাত্রীদের স্থগিতকৃত ভর্তি পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষাটি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাও তালতলা সরকারী কলোনী উচ্চ বিদ্যালয় এন্ড মহিলা কলেজ) শেরে-বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহপূর্বক যথাসময়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
Discussion about this post