নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথা সময়েই অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখই বহাল রেখেছে রাবি।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির ।
তিনি বলেন, আমাদের ভর্তি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আমরা সেটিই জানিয়ে দিয়েছি।
তথ্যমতে, ৪ অক্টোবর ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।
এ ছাড়া, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২১ নির্ধারিত হয়েছে।
Discussion about this post