নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথা সময়েই অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখই বহাল রেখেছে চবি।
আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আগে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। পরে সবাই আমাদের দেখে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।
চবির ভর্তি পরীক্ষা আগের তারিখেই অনুষ্ঠিত হবে। আমাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রয়োজন হয়নি।
বিশ্ববিদ্যালয়টির পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Discussion about this post