নিজস্ব প্রতিবেদক
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনে বাদ পড়া বিজ্ঞানের ২৮ হাজার ৯৪৫ শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ।
তিনি বলেন, দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন আজ বিকেল ৫টা থেকে শুরু হয়ে চলবে আগামী ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিতদের মুঠোফোনের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে, চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি। এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টায় শেষ হয় চূড়ান্ত আবেদন।
এদিকে, গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) দ্বিতীয় ধাপে চুড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত প্রার্থীদের এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড বুধবার তারিখ দুপুর ১২টা থেকে এমএসের মাধ্যমে জানানো হবে।
Discussion about this post