নিজস্ব প্রতিবেদক
সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। অনলাইনের মাধ্যমে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই আবেদন চলে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত।
তবে বাদ পড়া বিজ্ঞানের ২৮ হাজার ৯৪৫ শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হয়ে এই আবেদন চলবে আগামী ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
চূড়ান্ত আবেদন শেষে দেখা গেছে, মোট তিন ইউনিটের প্রায় ৯৪ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করেনি। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪টি। এর মধ্যে বিজ্ঞানের জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি। আর মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি।
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ অর্থাৎ ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৯৩৩ জন। বাণিজ্য বিভাগ ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ শিক্ষার্থী।
এরমধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের সকলেই চূড়ান্ত আবেদনে অংশ নিতে পারলেও বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার ৯০৫ শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে বলে জানানো হয়েছিল। গত ২৫ আগস্ট চূড়ান্ত আবেদনের ফল প্রকাশ করা হয়।
সেই হিসেবে তিন বিভাগে চূড়ান্ত আবেদন করার সুযোগ পেয়েছিলেন ২ লাখ ৯৭ হাজার ৪৭০ জন শিক্ষার্থী। এদিকে, চূড়ান্ত আবেদন শেষে দেখা যায় মোট আবেদন জমা হয়েছে ২ লাখ ৩ হাজার ৫১৪ শিক্ষার্থীর। অথ্যাৎ ৯৩ হাজার ৯৫৬ জন চূড়ান্ত আবেদন করেনি।
এছাড়া সবচেয়ে কম আবেদন জমা পড়েছে মানবিক বিভাগে। এই বিভাগে ৪০ হাজার ৮১৬ জন আবেদন করেনি। তাছাড়া বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৯৪৫ এবং বাণিজ্যে ২৪ হাজার ১৯৫ জন আবেদন করেনি।
Discussion about this post