নিজস্ব প্রতিবেদক
ছাত্রসংগঠনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম (এক কক্ষে ৩০-৪০ জন) বিলুপ্তিতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, হল খোলা নিয়ে ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। সেখানে তারা সেপ্টেম্বরে হল খোলার পক্ষে মতামত দেয়। প্রশাসনকে সব বিষয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। ক্যাম্পাস খোলার পর ছাত্র সয়গঠনগুলোর গঠনমূলক কর্মসূচি ছাড়া অন্য কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয়।
প্রক্টর বলেন, ১৫ সেপ্টম্বরের পর আমরা প্রভোস্ট কমিটির সভা করে টিকা কার্যক্রম দেখে হল খোলার নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারব।
Discussion about this post