নীলফামারীর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন-২০২১’। পরিচ্ছন্ন শহর গড়া আর গঠনমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ২০১২ সালে জেলায় আত্মপ্রকাশ করে এই সংগঠনটি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ব্যবসায়ী-রাজনীতিবিদ, সমাজ সেবকের সংগঠন এটি।
সদস্যদের কর্মদক্ষতায় প্রতিষ্ঠার মাত্র নয় বছরে সংগঠনটি সুনাম কুড়িয়েছে। পরিচ্ছন্ন শহরের স্বপ্ন আর গঠনমূলক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রায় সংগঠনটির অবদানে নীলফামারী জেলা সদর এগিয়েছে অনেকদূর।
ভালো কাজের এমন ধারাবাহিকতায় ধরে রাখতে এবার করোনা মহামারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতিতে সহায়ক ভূমিকায় নেমেছে সংগঠনের সদস্যরা। সেই প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় ৩শ’ শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার পরিচ্ছন্ন করে দিয়েছেন তারা।
সংগঠনের সদস্যরা জানান, করোনায় দেড় বছর বন্ধ থাকার পর সারাদেশের মতো নীলফামারীতেও আগামী ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পড়ে থাকা শিক্ষার্থীদের প্রিয় প্রতিষ্ঠান হয়ে আছে অপরিচ্ছন্ন। এসব প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষার পরিবেশ ফেরাতে ভিন্নধর্মী এ উদ্যোগ।
গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত (৯ সেপ্টেম্বর বিকেল ৫টা) প্রায় ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার পরিস্কার-পরিচ্ছন্ন কাজ সমাপ্ত করেছেন।
ভিশন-২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন-২০২১’ -এর প্রধান পৃষ্ঠপোষক নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তার নির্দেশে ভালো কাজের অংশ হিসেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের ভালো কাজে অনীহা নেই আমদের। ভালো কাজ করার মধ্য দিয়ে নীলফামারী সদর উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ায় এই সংগঠনের মূল লক্ষ্য।
তিনি জানান, জেলা সদরের ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় সংগঠনের মোট ১৬টি ইউনিট রয়েছে। এসকল ইউনিটে সদস্য এবং কর্মী সংখ্যা ৬শ’। তারা ১৬টি দলে ভাগ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার পর্যন্ত সদর উপজেলার ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩০০টির শৌচাগার পরিচ্ছন্নের কাজ সম্পন্ন করা হয়েছে।
আগামী শনিবার সংগঠনের সদস্য ও কর্মীদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সম্পৃক্ত করে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৌচাগার পরিচ্ছন্নের কাজ শেষ করা হবে।
ভিশনের সাথে যুক্ত রয়েছেন নীলফামারী সরকারি কলেজের দর্শন বিভাগের মাস্টার্স বিভাগের শিক্ষার্থী খোর্শেদ আলম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র সাহাদাৎ হোসেন নসিব।
কেনো এমন সংগঠনের সাথে যুক্ত হলেন এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ভালো কাজের অংশ হিসেবে আমরা এ কাজটি করছি। আমাদের লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে তা নিশ্চিত করা।
নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, জেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতির বিকাশে কাজ করছে ‘ভিশন-২০২১’।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভিশন-২০২১’ -এর উদ্যোগে অন্যরা অনুপ্রাণিত হবেন।
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, যারা এ কাজে যুক্ত হয়েছেন, তাদেরকে নিয়ে আমি গর্বিত। আগামীতে তারা এমন সব ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে নীলফামারীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন এটাই আমি আশা করি।
সুত্র-৭১ টিভি
Discussion about this post