নিজস্ব প্রতিবেদক
২০১ দিন পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আজ থেকে সশরীরে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৪র্থ বর্ষের রিটেক পরীক্ষার মাধ্যমে শুরু হয় পরীক্ষা।
পরে বেলা ১০টা থেকে আরো ছয়টি বিভাগের অনার্স ও মাস্টার্সের পরীক্ষা শুরু হয়। আবাসিক হল বন্ধ রেখে বিভাগগুলো সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিচ্ছে। এর আগে প্রশাসনের নির্দেশে গত ২৫শে আগস্ট থেকে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয় কিছু বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, ‘সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে ছয় ফুট দূরত্বে আসন বিন্যাস করেছি। আজকে এমএসসির মোট ৩৫ জন পরীক্ষা দিচ্ছে। তাদের দুটি কক্ষে বসানো হয়েছে। শিক্ষার্থীদের কক্ষে প্রবেশের আগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
করোনার প্রাদুর্ভাবে গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে হল বন্ধ রেখে বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষা ও অনার্স মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেওয়ার অনুমতি দেয় প্রশাসন।
Discussion about this post