নিজস্ব প্রতিবেদক
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সরকারের নির্দেশনা পালন করছে কিনা তা তদারকিতে মনিটরিং টিম গঠন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
রোববার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ ও উপসচিব মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে মনিটরিং টিম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এছাড়াও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আরও দুটি টিম চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তদারকি করছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, সকাল থেকে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মানার বিষয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। তারা যাতে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেন।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন বলেন, স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রায় সব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনে সচেতন রয়েছে। তবে কিছু প্রতিষ্ঠান এখনো উদাসীন আছে।
Discussion about this post