নিজস্ব প্রতিবেদক
প্রায় ১৮ মাস পর সারাদেশে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা সংক্রান্ত কোনো সমস্যা হলে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কোভিড-১৯ এর কারণে কোনো প্রকার সমস্যা হলে, তা দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রতিদিন বিকেল ৪টার মধ্যে সব আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন স্কুল-কলেজ মনিটরিং করে সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মাউশির ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং’য়ে পাঠাতে হবে।
Discussion about this post