শিক্ষার আলো ডেস্ক
দেশে এবার ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই হলো শিশু। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় ২৪ শতাংশেরই বয়স দশ বছরের মধ্যে। ১০ থেকে বিশ বছর বয়সী রোগী প্রায় ২০ শতাংশ।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ভাইরাসের ধরন বদলের কারণে আক্রান্তদের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। এই অবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর স্কুলে যেন এডিস মশা না থাকে সে ব্যাপারে বিশেষ সতর্কতার পরামর্শ দেয়া হচ্ছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় আড়াই হাজার। যাদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা।
কিন্তু, শঙ্কার ব্যাপার হলো আক্রান্তদের বড় একটা অংশই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় ২৪ শতাংশেরই বয়স শূন্য থেকে ১০ বছর। আক্রান্তের হার সবচেয়ে কম ষাটোর্ধদের।
১০ থেকে বিশ বছর বয়সী রোগীর সংখ্যা প্রায় বিশ শতাংশ। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে বয়স্কদের তুলনায় শিশুরা আছে বেশী ঝুঁকিতে। ডেঙ্গুর ডেন থ্রি সেরোটাইপের কারণে এবার ভয়াবহতা আরো বেশি বলছেন তারা।
দীর্ঘ বিরতির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস। কীটতত্ত্ববিদরা বলছেন, দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে অনেক প্রতিষ্ঠানেই এডিস মশা জন্মানোর মতো পরিবেশ তৈরি হয়েছে।
ঢাকা উত্তরের স্কুলগুলোতে এরইমধ্যে বিশেষ মশা নিধন অভিযান চালাচ্ছে নগর প্রশাসন। তবে, স্কুল-কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকদের ডেঙ্গুর ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের।
Discussion about this post