নিজস্ব প্রতিবেদক
বিআরটিসি কর্তৃপক্ষ ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০টি দোতলা বাস চালু করে। এরই মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায়।সরকার বন্ধ ঘোষণা করে স্কুল। চলাচল বন্ধ হয়ে যায় সেই বাসগুলোরও।
দীর্ঘ ১৮ মাস হাটহাজারী উপজেলার নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে পড়ে ছিল এসব বাস। দেখার যেন কেউ ছিল না। নষ্ট হয়েছে বাসগুলোর যন্ত্রাংশ।
কিন্তু সরকার গত (১২ সেপ্টম্বর) থেকে খুলে দিয়েছে স্কুল। তাই প্রয়োজন পড়ে সেই স্কুলবাসগুলোর। তদারকি শুরু হয় মেরামতের। অবশেষে শনিবার থেকে চালু হচ্ছে শিক্ষার্থীদের স্কুলবাস।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাহমুদ উল্লাহ মারুফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাস সার্ভিস চালুর দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মারুফ উল্লাহর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
তিনি বলেন, দীর্ঘ দেড় বছর পর স্কুল খোলার খবরে শিক্ষার্থীদের জন্য বাস চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা রোববার বিআরটিসি ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। আগামী শনিবার থেকে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বাসগুলো চলাচল করবে।
তিনি বলেন, তবে আমরা বাসেও শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য নির্দেশনা দিয়েছি।
জানা গেছে, বাসগুলো মেরামতের কাজ চলছে। চালকেরা চালিয়ে ডিপোর মাঠে ট্রায়াল দিচ্ছেন। এছাড়াও আগামী বুধ ও বৃহস্পতিবার নগরের সড়কে ট্রায়াল হবে। শনিবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের জন্য চালু হবে এ বাস সার্ভিস। পুরোনো সময়সূচিতে চলবে নাকি নতুন সূচি নির্ধারণ করা হবে তা এখনো ঠিক হয়নি। তবে, নগরের স্কুলের ক্লাসের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বাসের সূচি নির্ধারণ করা হবে।
বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার মো. আবদুল লতিফ বলেন, দীর্ঘ সময় শিক্ষার্থীদের স্কুলবাসগুলো ডিপোতে পড়েছিল। তাই গাড়িগুলো মেরামত করতে হয়েছে। এ ছাড়া চালক-হেলপারের সংকটও আছে। আশা করি আগামী শনিবার সড়কে চলাচল করবে শিক্ষার্থীদের স্কুলবাস।
Discussion about this post