শিক্ষার আলো ডেস্ক
করোনাকালীন স্কুল বন্ধ থাকায় পড়ালেখায় আগ্রহ কমে যাচ্ছে মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুরের রামগতির চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে। এ অবস্থায় তাদেরকে স্কুলমুখী করতে চরাঞ্চলের ২০০ শিক্ষার্থীকে নতুন পোশাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য আবদুজ্জাহের সাজুর ব্যক্তিগত উদ্যোগে পোশাক বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আবদুজ্জাহের সাজু দক্ষিণ-পশ্চিম চররমিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেসগুলো তুলে দেন। এ সময় করোনা থেকে সুরক্ষা পেতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। তিনি এ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, সহকারী শিক্ষা কর্মকর্তা হরিদাস সরকার ও চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারি সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রায় দেড় বছর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে জেলা ও উপজেলার শহরের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারলেও চরাঞ্চরের শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে।
Discussion about this post