শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার্থীরা আবারও স্কুলে ফিরেছে দীর্ঘ সময় পরে । কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে মহামারি নিয়ে ভয় এবং সংশয় এখনো কাটেনি।
আর এই ভয় দূর করতে স্কুল খোলার প্রারম্ভে স্কুলগুলোকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে স্যাভলন।
এই লক্ষ্যে স্কুলগুলোর বেঞ্চ, চেয়ার-টেবিল, মেজেসহ ক্লাসরুম জীবাণুমুক্ত করা হয়। একই সঙ্গে সবার নিরাপত্তার কথা ভেবে রাখা হয় স্যানিটাইজার ও হ্যান্ডরাব।
ওয়াশরুমগুলোতে নিশ্চিত করার হয় সাবান ও হ্যান্ডওয়াশ। এছাড়াও দেশের প্রতিটি বিভাগের বিভিন্ন স্কুলে বিতরণ করা হয় স্যাভলনের সুরক্ষা সামগ্রী, যেন স্কুলগুলো সামনের দিনগুলিতেও সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।
সুরক্ষিত থাকতে জীবাণুমুক্ত থাকা চাই প্রতিটি দিন। এই লক্ষ্যে স্কুল, শিক্ষার্থী ও অভিভাবকসহ আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সুরক্ষিত ও জীবাণুমুক্ত থাকে সেই লক্ষে এরকম আরো নানা উদ্যোগের মাধ্যমে স্যাভলন পাশে থাকবে সব সময়।
Discussion about this post