নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতি বিবেচনা করে ২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই ৩য় বর্ষে প্রমোশনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে যেসব শিক্ষার্থী অন-লাইন কোর্স সম্পন্ন করেছেন ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে আবেদনের ফরম পূরণ করেছেন শর্ত সাপেক্ষে কেবল তারাই ৩য় বর্ষে উন্নীত হতে পারবে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী বিধি মোতাবেক অন-লাইন কোর্স সম্পন্ন ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে আবেদনের ফরম পূরণ করেছেন সেসব শিক্ষার্থীদের করোনা পরিস্থিতি বিবেচনায় শর্ত সাপেক্ষে ৩য় বর্ষে উন্নীত করা হবে। ২০১৭-১৮, ২০১৬-১৭ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের যেসব অনিয়মিত শিক্ষার্থী ‘৩য় বর্ষে প্রোমোটেড হয় নাই’ ২০২০ সালের অনার্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
Discussion about this post