নিজস্ব প্রতিবেদক
দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন শ্রেণি কার্যক্রম (ক্লাস রুটিন) প্রকাশ করা হয়েছে। এতে অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি কার্যক্রম একদিন করে বাড়ানো হয়েছে। এই শ্রেণি কার্যক্রম আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে চালু করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর জরুরি অফিস আদেশ জারি করে।
দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি কার্যক্রম চালু হয়েছে। ওইদিন থেকে প্রতিদিন এসএসএস-এইচএসসি সমমান পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর সপ্তাহে একদিন করে অন্যান্য শ্রেণির পাঠদান চলছে। তবে করোনা সংক্রমণ নেমে আসায় এই সূচিতে পরিবর্তন আনা হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, কোভিড-১৯ অতিমারি কমে আসায় সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সারাদেশে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী সোমবার ২০ সেপ্টেম্বর থেকে সারা দেশের মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়।
নির্ধারিত সূচির নতুন রুটিন
Discussion about this post