নিজস্ব প্রতিবেদক
করোনা প্রতিরোধক টিকা নিবন্ধন নিশ্চিত এবং ১ম ডোজ বা ২য় ডোজ নিয়েছে অথবা নিবন্ধন করেছে কিন্তু ভ্যাকসিন নিতে পারেনি এমন সকল শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ হলেই বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
তিনি জানান, আমাদের পক্ষ থেকে একটাই নির্দেশনা রয়েছে ২৭শে সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন নিশ্চিত করতে হবে। যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে ইউজিসির তৈরি বিশেষ ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে।
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পরিচয়পত্র না থাকা শিক্ষার্থীদের টিকার নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী (ইউজিসি) কমিশনের ওয়েবসাইটে গিয়ে জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন।
এছাড়াও এনআইডিধারী যেসব শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেননি একই সময়সীমার মধ্যে তাদেরও নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। ভ্যাক্সিনের তথ্যাবলি ইউজিসি’র বিশেষ ওয়েবসাইটে হালনাগাদ করতে জানিয়েছেন হাবিপ্রবি কর্তৃপক্ষ।
১৫ সেপ্টেম্বর বৈঠক শেষে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, আগের সিদ্ধান্ত ছিল টিকা দেওয়ার দুই সপ্তাহ পরে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যাবে।
Discussion about this post