নিজস্ব প্রতিবেদক
দেশে দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের সার্বজনীন আহ্বানের মাধ্যমে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসরের জন্য ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
এক বার্তায় উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। তাঁর নিরন্তর পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য তিনি জাতিসংঘের এই ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পেয়েছেন যা সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের।’ এই মহতী ও গৌরবোজ্জ্বল অর্জনের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।’
এছাড়া তিনি কৃতজ্ঞচিত্তে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে চলমান গতিধারা অব্যাহত রয়েছে তার ফলে বাংলাদেশ ২০৪১ সালের আগেই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন ভিসি।’
Discussion about this post