নিজস্ব প্রতিবেদক
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ অক্টোবরেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এজন্য দ্রুতই পরীক্ষার্থীদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে পিএসসি।
বিষয়টি নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, সংক্রমণ এখন কম। তাই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ধার্য করা হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, ৪৩তম প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি পিএসসি ৪১ তম বিসিএসের আটকে থাকা লিখিত পরীক্ষা নেওয়ার কথাও ভাবছে। শিগগিরই ৪১তম বিসিএসের পরবর্তী পরীক্ষার তারিখও জানানো হবে। তবে পরীক্ষায় বসার আগে চাকরিপ্রার্থীদের করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন পিএসসি চেয়ারম্যান।
তথ্যমতে, গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। করোনার কারণে কয়েক দফায় এই আবেদনের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন তা শেষ হয়। এই বিসিএসে ৪ লাখ ২৪ হাজার হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন।
Discussion about this post