নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর একবছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স কারিকুলামে অনলাইনে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধন ফি ২০০ টাকা, রোভার স্কাউট ফি ১৫ টাকাসহ সর্বমোট ২১৫ টাকা দিতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে।
অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে আগামী ২ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে। ফাইনাল কপি (হার্ড কপি) প্রিন্ট করতে হবে ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত।
রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার সময় নিবন্ধন ফি জমা দেওয়ার রশিদ অবশ্যই প্রদর্শন করতে হবে।
২০২০-২১ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণপত্রের ফটোকপি জমা দিতে হবে।নির্ধারিত তারিখের মধ্যে নিবন্ধন কার্য সম্পন্ন করতে না পারলে সমুদয় দায় প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।প্রতি ট্রেডে সর্বনিম্ন পাঁচ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশন প্রিন্ট আউট কপি জমা ও নিবন্ধন কার্ড উত্তোলনের শিডিউল পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
Discussion about this post