নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
বর্ধিত সময় অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
আজিজুর রহমান জানান, যারা নির্ধারিত সময়ের মধ্যে কারণবসত প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি, তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে।
পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী, রাবির ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোডের সময় গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হয় ২২ সেপ্টেম্বর রাত ১২ টায়। কিন্তু তারপরও কিছু শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি। তাই নতুন এ তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
Discussion about this post