শিক্ষার আলো ডেস্ক
দীর্ঘ ১৮ মাস পর বন্ধ স্কুল-কলেজ খোলার দুই সপ্তাহের মাথায় স্বাস্থ্যবিধি মানতে ঢিলেমি দেখা দিয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের অনেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন।
ক্লাস চলাকালে দূরত্ব নিশ্চিত হলেও ক্লাসের পরে মাস্ক ছাড়া জটলা করে আড্ডা দিচ্ছে শিক্ষার্থীরা । এতে করে সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
রংপুর জেলা স্কুলে অষ্টম ও নবমসহ প্রতিদিন চার শ্রেণির ৮৫০ জন শিক্ষার্থী আসছেন ক্লাস করতে। প্রায় সবার মুখেই আছে মাস্ক।
ক্লাসে সামাজিক দূরত্বও মানা হলেও ক্লাস শেষে সবাই ঘুরে বেড়াচ্ছে। স্কুলের বাইরে শিক্ষার্থীদের মানতে দেখা যায়নি কোন স্বাস্থ্যবিধি।
তবে বিপরীত চিত্রও আছে। গাজীপুরে শিক্ষার্থীদের স্কুলগুলোতে এক বেঞ্চে দুই জন করে বসছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর প্রশাসন।
আর, মানিকগঞ্জে এক শিক্ষার্থীর মৃত্যু ও আরো তিন শিক্ষার্থী করোনায় আক্রান্তসহ উপসর্গ থাকায় স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জোর দিয়েছে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা।
কুমিল্লার ক্লাসের ভেতর ও বাইরে স্বাস্থ্যবিধি মানছে বেশিরভাগ স্কুল। কর্তৃপক্ষ বলছে, তারা সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছেন, তবে এক্ষেত্রে অভিভাবকদের সহযোগিতাও প্রয়োজন।
Discussion about this post