ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদের নিয়োগ পরীক্ষা আগামী নভেম্বরের ১২ তারিখে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
Discussion about this post