নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্র না থাকায় এখনও করোনার টিকা নিতে পারেনি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত হাজারও শিক্ষার্থী । এর পরিপ্রেক্ষিতে গত মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্ব-স্ব বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য আহ্বান করে।
এর পরিপ্রেক্ষিতে রোববার (২৬ সেপ্টেম্বর) ইউজিসি জাতীয় পরিচয় পত্র নেই এমন ১৫ হাজার ৯৩ জন শিক্ষার্থীর তথ্য সুরক্ষা অ্যাপে সংযোজন করার জন্য স্বাস্থ্য মন্ত্রাণালয়ে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান (অতিরিক্ত দায়িত্ব)।
তিনি বলেন, ‘আমরা সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের (৩৯ টি) শিক্ষার্থীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের তথ্য আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ইউজিসিতে পাঠানোর জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত ৩৪টি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের তথ্য ইউজিসিতে প্রেরণ করে। তাই প্রথম ধাপে আমরা ৩৪টি বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজার ৯৩ জন শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য মন্ত্রাণালয়ে পাঠিয়ে দিয়েছি।
Discussion about this post