নিজস্ব প্রতিবেদক
আগামী ৩০ সেপ্টেম্বরে জানা যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কবে খোলা হবে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমকে এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
ওইদিন বিশ্ববিদ্যালয়ের ৩৭তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো, আবাসিক হল খুলে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে এখন তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। খোলার ব্যাপারে আমাদের অগ্রগতি ভালো। আগামী ৩০ সেপ্টেম্বরে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব।
তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি অংশ এখনো করোনার টিকার আওতায় আসেনি। অন্যদিকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের একটি অংশের।
অনেকের নেই জাতীয় পরিচয়পত্র। সেসব শিক্ষার্থীর তথ্য ও জন্ম নিবন্ধন নিয়ে দ্রুত সময়ের মধ্যে টিকা প্রাপ্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discussion about this post