শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদের আবাসন নিশ্চিতের দাবি জানিয়েছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভর্তিচ্ছুরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিতে হবে। আবাসন সংকটের বিষয়ে তাদের সঙ্গে কথা বলে আমরা ফলপ্রসু কোনো ফলাফল পাইনি। ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের যেন বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো নেতিবাচক ধারণা না হয়, সে দিকটা আমাদের দেখতে হবে।
তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে অনেক মেস মালিক বাড়তি টাকা আয়ের ফন্দি করছেন। আমরা এ বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি।
এতে রাবি’র অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
Discussion about this post