শিক্ষার আলো ডেস্ক
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দেয়ালিকা উদ্বোধন করা হয়।
সকালে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্মৃতিসৌধের সামনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির দেন রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. কিরণ মিয়া, মো. জিতু মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অঞ্জন কুমার দেব ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো. শাখাওয়াত হোসেন। এ সময় আওয়ামী লীগের দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও আলোচনা সভাশেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে করোনা ভ্যাকসিনের গণটিকার ও শেখ হাসিনার জীবনী ও উন্নয়ন নিয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী ১২৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে লেখা দেওয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন করেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
Discussion about this post