নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অভিভাবকরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জটলা করেন, তাতে সংক্রমণ বাড়বে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের ভেতর যথেষ্ট ভালোভাবে স্বাস্থ্যবিধি মানছেন শিক্ষার্থীরা। কিন্তু বাইরে অভিভাবকরা ভিড় করছেন। তাদের জটলার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় সংক্রমণের শঙ্কা তৈরি হচ্ছে।’
শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর ভালোভাবে মানা হচ্ছে। তবে গেটের বাইরে অভিভাবকরা স্বাস্থ্যবিধি তেমনটা মানছেন না। আমরা চাই শিক্ষার্থীরা যেমন সচেতন হচ্ছেন, অভিভাবকরাও সচেতন হবেন। তারা সচেতন না হলে তাদের মাধ্যমে শিক্ষার্থীরা সংক্রমিত হতে পারে। এভাবে পুরো শিক্ষা প্রতিষ্ঠানের সবাই সংক্রমিত হতে পারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সংক্রমণের ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কিছু কেস পাওয়া যাচ্ছে। সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’
এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একাধিক অভিভাবক না আসার অনুরোধ জানান মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষার্থীকে ভেতরে দিয়ে চলে যাবেন। পরে এসে নিয়ে যাবেন।’
পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিয়ে বাড়তি নির্দেশনা থাকবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘কেন্দ্রগুলোকে নির্দেশনা দেবো। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ভিড় করা যাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে। কিন্তু ২০০ গজ দূরে গিয়েও জটলা করে বসাটাও ঠিক নয়।’
বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকসহ মন্ত্রণালয় ও অধিদফতরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post