নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারী সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। আর এর বিপরীতে আসন রয়েছে ৭ হাজার ১৪৮টি।
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে আগামী শুক্রবার (১ অক্টোবর) থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমবারের মতো এবারই ঢাকার বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭টি, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৩২টি, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৩৭৪টি, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি এবং ‘চ’ ইউনিটে ১৫ হাজার ৪৯৬টি আবেদন জমা পড়েছে।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা হলো ৭ হাজার ১৪৮টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১৫টি, ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এসময় উপাচার্য বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ওই সাতটি বিভাগীয় শহরে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে শিক্ষার্থীদের অর্থ এবং সময় লাঘব হবে বলে জানান তিনি।
Discussion about this post