নিজস্ব প্রতিবেদক
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মোট ২১৭ জন এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২৬ জনসহ মোট ২৪৩ জন শিক্ষার্থীকে পুনরায় ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
বুধবার (২৯ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ড এ অনুমোদন দেয়।
শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মোট ২১৭ ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২৬ জনসহ মোট ২৪৩ জন শিক্ষার্থীর ভর্তির অনুমোদন দেওয়া হলো। পুনঃভর্তি ফি ২০০ টাকা এবং প্রতিষ্ঠানের জরিমানা ২ হাজার ৫০০ টাকা পাওয়া সাপেক্ষে এই অনমোদন দেয় শিক্ষা বোর্ড।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিভাগ, পর্ব ও প্রবিধানের আওতায় পুনঃভর্তির অনুমোদন দেওয়া হলো।
Discussion about this post