নিজস্ব প্রতিবেদক
করোনার দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। ক-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এবারই প্রথম বিভাগীয় সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষায় অংশ নিতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
এ বছর ক-ইউনিটের এক হাজার ৮১৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টায় একযোগে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দেড় ঘণ্টার পরীক্ষার প্রশ্নপত্রে লিখিত ও এমসিকিউ দুটো অংশ থাকবে।
ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষায় লিখিত অংশে ৪০ নম্বর এবং এমসিকিউ অংশে ৬০ নম্বর বরাদ্দ থাকবে। শুধু চ-ইউনিটে সাধারণ জ্ঞান অংশে ৪০ এবং অংকনে ৬০ নম্বরের পরীক্ষা হবে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে ৩ লাখ ২৪ হাজার ৩৪০জন পরীক্ষা দিচ্ছেন। এক আসনের বিপরীতে লড়বেন ৪৬ জন শিক্ষার্থী।
Discussion about this post