শিক্ষার আলো ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও শিক্ষা কার্যক্রমে করোনা থেকে সুরক্ষা নিশ্চিতে ৮ দফা সুপারিশ দিয়েছে বিতার্কিক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় এফডিসিতে ‘করোনায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে কি না’ এ নিয়ে আয়োজিত ছায়া সংসদে এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সুপারিশগুলো হলো-
১। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া।
২। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাপিড টেস্টের ব্যবস্থা রাখা।
৩। জরুরি প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানে আইসোলেশন কক্ষসহ অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখা।
৪। শিক্ষার্থীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা করা।
৫। পরবর্তী শিক্ষাবর্ষের মেয়াদ কমিয়ে ১০ মাসে সমাপ্ত করা।
৬। শিক্ষাপ্রতিষ্ঠানে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত ভ্যাকসিন প্রদান করা।
৭। করোনা আক্রান্ত শিক্ষক-শিক্ষার্থীর চিকিৎসা খরচ সরকারিভাবে বহন করা।
৮। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ সেল গঠন করা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চৌধুরী কিরণ বলেন, বিশেষজ্ঞদের মতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বেই ২ ডোজ ভ্যাকসিন নিশ্চিত করতে পারলে ভালো হতো। তা না হলে শিক্ষা কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে। সরকারের করোনা খাতে যথেষ্ট বরাদ্দ থাকা সত্ত্বেও সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিশ্চিত করা হয়নি।
তিনি বলেন, শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়াসহ সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের সক্ষমতা সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেই। জানা গেছে এ কারণে কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ভয়ে কোভিড আক্রান্তের তথ্য গোপন করা হচ্ছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকা দেওয়ার ব্যবস্থাসহ মনিটরিং জোরদার করা উচিত।
Discussion about this post