শিক্ষার আলো ডেস্ক
২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় মেডিকেল বুথ, অ্যাম্বুলেন্স ও জয়বাংলা বাইক সার্ভিসসহ পরীক্ষার্থীদের নানা সেবা দিয়েছে ছাত্র সংগঠনগুলো। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় ‘খ’ ইউনিটের পরীক্ষার্থীদের এ সেবা দেওয়া হয়।
ঢাবি কলাভবনের সামনে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে মেডিকেল শিক্ষার্থীদের দিয়ে মেডিকেল বুথ বসানো হয়েছে। বিভিন্ন মোড়ে রয়েছে তাদের জয়বাংলা বাইক সার্ভিস, কলা ভবনের সামনে বটতলায় অভিভাবকদের জন্য রাখা হয় বেশকিছু চেয়ার।
তাদের ১৮টি হেল্পডেস্কে পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল রাখা হয়। সেগুলোতে ফোনসহ শিক্ষার্থীদের ছবি তুলে রাখা হয়। পরীক্ষা শেষে দেখা যায়, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করে ফোন ফেরত দেওয়া হচ্ছে। ব্যাগের জন্য পরীক্ষার্থীর রোল নম্বর এবং ফোন নম্বর লিখে সেটা যাচাই করে দেওয়া হচ্ছে। মেডিকেল বুথে রাখা হয় প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত প্রয়োজনীয় জিনিস-ওষুধ।
কলা ভবনের সামনে ক্যাম্পাসে পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তিনটি বুথ বসানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে নেওয়া হয় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবাও। এছাড়া ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ এলাকাভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন নানা সেবা দিয়েছে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের।
এ সময় হেল্পডেস্কগুলো থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পানি, কলম দেওয়া হয়। পরীক্ষা শেষে দেখা যায়- লাইন ধরে মোবাইল ফোন, ব্যাগ, মানিব্যাগ, ঘড়িসহ হেল্পডেস্কগুলোতে রেখে যাওয়া নিজেদের জিনিসপত্র নিচ্ছেন পরীক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের হেল্পডেস্কের সামনে ইফতেসাম নামে এক পরীক্ষার্থী বলেন, মোবাইল নিয়ে এসেছিলাম। কোথায় রাখব তা নিয়ে ভাবছিলাম। কিন্তু এখানে ভাইয়ারা দেখলাম ফোন রাখছে। তাই সবার সঙ্গে আমিও রেখেছিলাম। খুব ভালো লাগছে। মোবাইল হাতে পেয়েছি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, ভর্তি পরীক্ষায় আমরা যে সমস্যায় পড়েছি, আমাদের নবীনরা যেন সেই সমস্যায় না পড়ে তার জন্য সব ব্যবস্থা ছাত্রলীগ থেকে করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য জয়বাংলা বাইক সার্ভিস দেওয়া হয়। মেডিকেল বুথ রেখেছি কেউ অসুস্থতাবোধ করলে যেন প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়। অভিভাবকদের জন্য চেয়ার দেওয়া হয়েছে তারা যেন পরীক্ষার এই সময়টা ছায়ায় বসে কাটাতে পারেন।
Discussion about this post