নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ অক্টোবরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী খুলবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
শনিবার (২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাবি প্রক্টর বলেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্স-এর যে সকল আবাসিক শিক্ষার্থী অন্তত ‘কোভিড-১৯’-এর প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে আগামী ৫ অক্টোবর ২০২১ সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবে।
তিনি আরও জানান, পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে একই শর্তে যত দ্রুত সম্ভব অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হলে উঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ৩য় এবং ১ম বর্ষের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর শুধুমাত্র মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের জন্য ৫ অক্টোবর হল খোলার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ৫ দিনের জন্য মেসে পুরো মাসের ভাড়া দিতে হবে, এজন্য ১ তারিখ হল খোলার দাবি জানায় ছাত্র সংগঠনগুলো। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্তে অটল থাকায় শুক্রবার (১ অক্টোবর) অমর একুশে হল ও শহীদুল্লাহ হলে জোরপূর্বক অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয় জরুরী প্রভোস্ট কমিটির সভা করে পূর্বসিদ্ধান্ত অনুযায়ী হল খোলার কথা ঘোষণা দেয় এবং আইন অমান্যকারীদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
Discussion about this post