শিক্ষার আলো ডেস্ক
দেশের চিকিৎসা বিজ্ঞানকে আরও প্রসারিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চালু হতে যাচ্ছে এফসিপিএস কোর্স।
আজ শনিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) একটি দল চমেক ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় কোর্স পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন তাঁরা।
কোর্সের বিষয়ে জানতে চাইলে চমেকের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার আজ শনিবার বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর ও বিসিপিএসের কর্মকর্তারা আমাদের মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে গেছেন। তারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে রিপোর্ট দিবেন। রিপোর্ট পজিটিভ হলে হয়তো আগামী জানুয়ারি বা জুলাই মাসের কোর্সে শিক্ষার্থী ভর্তি হতে পারে।’
এ সময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়া, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফজলে রাব্বি।
Discussion about this post