নিজস্ব প্রতিবেদক
আজ রোববার (৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সারাদেশে নয়, শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের সাথে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের বেশি, তাদের একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটিও যেকোনো জায়গায় দেওয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধুমাত্র সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া সম্ভব হবে।’
টিকা কখন, কিভাবে দেওয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সাথে কথাবার্তা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
Discussion about this post