নিজস্ব প্রতিবেদক
সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় এলে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, যত দ্রুত আমরা শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পারব, তত দ্রুতই আমরা সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব।
এদিকে ১৮ মাস পর মঙ্গলবার খুলছে ঢাবির আবাসিক হলগুলো। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হল কর্তৃপক্ষ। নতুন সাজে সাজানো হয়েছে ক্যান্টিন। শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাবেদ হোসেন।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের বরণ করার জন্য আমরা মোটামুটি শতভাগ প্রস্তুত। যে সমস্ত অবকাঠামোগত সমস্যা ছিল সেগুলো সংস্কার করা হয়েছে। মঙ্গলবার থেকে এক ডোজ কোভিড টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা।
Discussion about this post