নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ অক্টোবর থেকে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় উপাচার্য গণমাধ্যমকে বলেন, ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের হল খুলে দেয়া হবে। শুধু আবাসিক হলে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তাছাড়া কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
করোনা টিকার কথা উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা টিকার রেজিস্ট্রেশন করেছেন, তারা সবাই টিকা পাবেন।
আমরা তাদের বিশ্ববিদ্যালয়ের বুথে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
Discussion about this post