নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর সোমবার (৪ অক্টোবর) থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, বঙ্গবন্ধু হল, শের-ই-বাংলা হল ও শেখ হাসিনা হল সোমবার খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর পর্যন্ত তিন শতাধিক আবাসিক শিক্ষার্থী হলে উঠেছেন।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন জানান, সোমবার ১০২ শিক্ষার্থী হলে উঠেছেন। আজ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত আরও শতাধিক শিক্ষার্থী হলে উঠেছেন।
শের-ই-বাংলা হলের প্রভোস্ট ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া জানান, খুলে দেওয়ার আগে আবাসিক শিক্ষার্থীদের সুরক্ষায় হল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত শের-ই-বাংলা হলে শতাধিক আবাসিক শিক্ষার্থী উঠেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, গত ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় আগামী ২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সশরীর ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়। ওই সভায় ৪ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে মোতাবেক আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন শুধু তারাই হলে উঠতে পারবেন। এরপর পর্যায়ক্রমে টিকা নেওয়ার ভিত্তিতে শিক্ষার্থীরা হলে উঠবেন। হলে প্রবেশের সময় আইডি কার্ড ও টিকা কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। তবে যাদের আইডি কার্ড নেই তারা সংশ্লিষ্ট হল প্রভোস্টের কাছ থেকে তাৎক্ষণিকভাবে সাময়িক আইডি কার্ড গ্রহণ করতে পারবেন।
Discussion about this post