নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৯৫ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার আওতায় এসেছেন। এদের মধ্যে ৭০ শতাংশ দুই ডোজ ও ২৫ শতাংশ এক ডোজ টিকা নিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশের বেশি শিক্ষক দুই ডোজ টিকা নিয়েছেন বরেও জানা গেছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।
প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী হলে উঠেছে। শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সবাই যাতে দ্রুত টিকা নিতে পারে সে বিষয়ে শুরু থেকেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। যার কারণে ৯০ ভাগের বেশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী টিকার আওতায় এসেছে। দ্রুত সবাইকে টিকা আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
Discussion about this post