শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘আরবান প্রোগ্রাম’ আয়োজিত শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসন ৩০৩ এর সংসদ সদস্য শবনম জাহান শীলা বলেন,শিশুদের সার্বিক উন্নয়ন, সুরক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং পথশিশুদের বিদ্যালয়ে ফেরাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিতকরণে কাজ করবো।
৪ অক্টোবর ঢাকাস্থ ডি-ম্যাজেনড সেন্টার, নয়ানগর, বারিধারায় ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি।’ প্রতিপাদ্য বিষয়ে শিশু অধিকার সপ্তাহের ৭ দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
শবনম জাহান শীলা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিতকরণে, পথশিশু এবং শ্রমজীবী শিশুর সংখ্যা কমিয়ে আনতে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সম্পৃক্ত করে একসঙ্গে কাজ করবেন এবং এ ব্যাপারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে সম্পৃক্ত করার কথা বলেন এবং শিশু ও এলাকার জনগণের উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কাজের প্রশংসা করেন।
এছাড়াও এ বছরে সংস্থার আরবান প্রোগ্রামের বিশেষ ক্যাম্পেইনের প্রতিপাদ্য ‘ঢাকা শহরে আর নয় কর্মজীবী ও পথশিশু-নিশ্চিত করি তাদের স্কুলে ফেরা’ বিষয়ক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়েদুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশনস অ্যান্ড প্রোগ্রাম কোয়ালিটি চন্দন জেড গোমেজ।
বিশেষ অতিথির বক্তব্যে চন্দন জেড গোমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ১৪.৪ মিলিয়ন শিশুকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত করে আগামী ৫ বছরের বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার এবং ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে একত্রে ঢাকা সিটির শ্রমজীবী এবং পথশিশুর সংখ্যা কমিয়ে এনে তাদের বিদ্যালয়মুখী করার পদক্ষেপ নিয়েছে, যা শিশু অধিকার সপ্তাহের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
Discussion about this post