শিক্ষার আলো ডেস্ক
করোনার ছোবলে হঠাৎ করেই শিক্ষার্থীদের মাঝে বেড়েছে আত্মহত্যার ভয়ংকর প্রবণতা। এক সপ্তাহের ব্যবধানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী এরইমধ্যে আত্মহত্যা করেছেন।
এ নিয়ে ১৭ মাসে আত্মঘাতী হয়েছেন ২০০ শিক্ষার্থী। সহপাঠীদের অভিযোগ, করোনাকালে মানসিকভাবে উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল না কাউন্সেলিংয়ের কোনো ব্যবস্থা। এ অবস্থাকে অশনিসংকেত উল্লেখ করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন কাউন্সেলিং ও মোটিভেশনাল প্রোগ্রাম।
শিক্ষার্থীদের এমন আত্মঘাতী হওয়ার ঘটনাকে অশনিসংকেত বলছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মোহিত কামাল।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাকে যদি চিকিৎসা বা কাউন্সেলিং করোনা যেত অবশ্যই সে এ সমস্যা থেকে বের হয়ে আসতে পারত। কিন্তু আমাদের দেশে সেটি গড়ে উঠেনি।
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিং ও মোটিভেশনাল প্রোগ্রাম চালুর তাগিদ তার।
মোহিত কামাল আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কাউন্সেলিং করার জন্য কাউন্সিলর নিয়োগ করতে হবে। সেটি যদি করতে পারা যায় তাহলে সেখানে গিয়ে ভেন্টিলেশনে কথা বলার একটা সুযোগ থাকে তার। এখন এটা তো নেই আমাদের দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে।
Discussion about this post