নিজস্ব প্রতিবেদক
আজ কোনো রকম অপ্রীতিকর ঘটনা ও গোলযোগ ছাড়াই শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
শেষ দিন বুধবার (৬ অক্টোর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোট তিন শিফটে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ৪ অক্টোবর ‘সি’ ইউনিট ও ৫ অক্টোবর ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর প্রথম দিনের ‘সি’ ইউনিটের পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪৪ হাজার ১৯৪ জন, তবে পরীক্ষায় অংশ নেন ৩৩ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন। সেই হিসেবে অনুপস্থিতির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ।
৫ অক্টোবর দ্বিতীয় দিন ‘এ’ ইউনিটে নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪৩ হাজার ৫৫৮ জন, পরীক্ষায় অংশ নেন ৩৬ হাজার ৪১৮ জন। অনুপস্থিত ছিলেন মোট ৭ হাজার ১৭০ জন। অনুপস্থিতির হার ১৬ শতাংশ।
বুধবার শেষ দিনে ‘বি’ ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৮৯৫ জন।
এদিকে, আবাসন নিয়ে দুর্ভোগ থাকলেও শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরীক্ষার পরিবেশ, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় খুশি ভর্তিচ্ছু ও অভিভাবকরা।
রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে অভিভাবকদের বসার স্থানে একজনের সঙ্গে আলাপ হয়। তিনি বলেন, এই ক্যাম্পাস অনেক সাজানো-গোছানো। খুব সহজে ভবন নির্দেশক দেখে মেয়ে নিয়ে হলে আসতে পেরেছি। হলের সামনে অভিভাবকদের জন্য বসার জায়গা বড় থাকায় সময় ভালো কেটেছে। তবে ভ্রাম্যমাণ টয়লেটের সংখ্যা আরও বেশি হলে সবার জন্য ভালো হতো। কারণ মানুষ বিবেচেনায় ভ্রাম্যমাণ টয়লেটের সংখ্যা কম ছিল।
Discussion about this post