নিজস্ব প্রতিবেদক
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ইউনিভ্যাক ওয়েবলিংকের মাধ্যমে কোভিড-১৯ টিকার প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে ইউজিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সনদ নেই, তাদের দ্রুত জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে শিক্ষার্থীদের ইউনিভ্যাক ফেসবুক গ্রুপে (fb.com/groups/univac.support) বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।
ইউনিভ্যাক ওয়েবলিংকে (https://univac.ugc.gov.bd) নিবন্ধন শেষে শিক্ষার্থীরা আগামী সপ্তাহ থেকে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা অ্যাপে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
ইউজিসি গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার জন্য একটি ওয়েবলিংক চালু করে।
Discussion about this post