নিজস্ব প্রতিবেদক
করোনায় ১৮ মাস ক্যাম্পাস বন্ধ থাকার ঘাটতি পুষিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোন পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় সিলেবাসকে ঠিক রেখে সংক্ষিপ্ত কোর্স, বাধ্যতামূলক ছুটি বাতিল, শনিবারেও ক্লাস-পরীক্ষা নেয়াসহ করোনার ক্ষতি পোষাতে নানা পদক্ষেপ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনলাইনে চলেছে ক্লাস-পরীক্ষা। হলগুলে খুলেছে- শুরু হচ্ছে সশরীরে ক্লাস পরীক্ষাও। শিক্ষার্থীদের সহজ কথা, এই অন্তর্বর্তী সময়ে তারা ক্ষতিগ্রস্ত তাই প্রয়োজন এ ঘাটতি কাটানোর। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা জানান, কোর্স সংক্ষিপ্ত করার পাশাপাশি, ছুটির দিনগুলোতে ক্লাস ও পরীক্ষা নিতে পারে কর্তৃপক্ষ। পাশাপাশি এক সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত পরের সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নেয়া হয়না। এছাড়া সেমিস্টার চার মাসে নিয়ে আসতে পারলেও এ ঘাটতি পূরণ করা সম্ভব বলেও মনে করেন অনেক শিক্ষার্থী।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, ছয় মাসের কোর্সগুলো চার মাসে শেষ করতে হবে আর এক বছরের কোর্সগুলো ৮ মাসে শেষ করতে হবে। এছাড়া বাধ্যতামূলক ছুটি কমিয়ে নিয়ে আসা এবং শনিবারেও ক্লাস নেয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
Discussion about this post