নিজস্ব প্রতিবেদক
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আবাসিক হলে শিক্ষার্থীরা এক ডোজ টিকা নিশ্চিত সাপেক্ষে উঠতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পলিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের টিকার এক ডোজ নিশ্চিত হলেই নভেম্বরের ১ম সপ্তাহে আবাসিক হলগুলো খুলে দেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের চলমান পরীক্ষার মধ্যে সমস্যার সৃষ্টি হবে ভেবে নভেম্বরের প্রথম সপ্তাহে হল খোলার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, যে শিক্ষার্থীদের এখনো এক ডোজ টিকা নিশ্চিত হয়নি, সরকারের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করে তাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা চলছে।
Discussion about this post