নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার (১০ অক্টোবর) দুপুরে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ।
তিনি বলেন, আগামীকাল দুপুরের পরপরই বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে পাশ এবং ফেল করা উভয় শিক্ষার্থীই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় যারা ৪০ শতাংশের উপরে নম্বর পাবেন কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন দেয়া হবে। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেওয়া হবে না।
Discussion about this post