নিজস্ব প্রতিবেদক
২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ পর্ব ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে। এ বর্ষগুলোর ইনকোর্স, টেস্ট পরীক্ষাসহ ইন্টারনাল সব পরীক্ষা নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, এখন আর এক বর্ষের সঙ্গে অন্য বর্ষের মিলানোর সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখারও সুযোগ নেই। এজন্য আমরা ডিসেম্বরে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল একসাথে পরীক্ষা নিয়ে নেব।
ডিসেম্বরে কলেজগুলোতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন , সকালে এইচএসসি পরীক্ষা হলে বিকেল অনার্স, মাস্টার্সের পরীক্ষা নেওয়া যাবে।
Discussion about this post