নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা তাদের রোল নম্বর দিয়ে রাবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল দেখতে পারছেন।
জানা গেছে, ভর্তি পরীক্ষায় পাশ করা এবং ফেল করা উভয় শিক্ষার্থীই তাদের ফল দেখতে পারবেন। যারা ৪০ শতাংশের উপরে নম্বর পাবেন কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন দেয়া হবে। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেওয়া হবে না।
এরআগে, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। তবে এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। ভর্তি পরীক্ষার হলে যায়নি ১০ হাজার ৭৪১জন। অনুপস্থিতির হার ২৪.৩৩ শতাংশ।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post